রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে সোনালী ইতিহাস রয়েছে রাউজানের। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ডিজিট্যাল প্রযুক্তির আওতাভুক্ত করা হয়েছে। সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন আমাদের লক্ষ্য একটাই লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। গত বৃহস্পতিবার কুণ্ডেশ্বরী বালিকা মহা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ নারী শিক্ষায় যে প্রদীপ প্রজ্বলন করে গেছেন সেটি যুগে যুগে সমাজকে আলোকিত করে রাখবে।
অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ এর দৌহিত্র বাসুদেব সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য শ্যামল পালিত ও মনসুর মিয়া। শিক্ষিকা সুবর্ণা চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পূরবী দাশ গুপ্ত, পলাশ রায় চৌধুরী, নিবেদিতা দে, পলাশ মজুমদার, শহীদ নূতন চন্দ্র সিংহের দৌহিত্র রাজিব সিংহ।