ওমর গণি এমইএস কলেজে গত ২৮ আগস্ট ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ১৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী।
এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আয়ুব এবং সঞ্চালনা করেন চতুর্থ বর্ষের কোর্স–সমন্বয়ক জেসমিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে ১৫ই আগস্ট এ নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলম বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে আমাদের ইতিহাস–ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, ভূরাজনীতি, পরিবেশ প্রতিবেশ নিয়ে পর্যাপ্ত জ্ঞান আহরণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের খেদমতে নিজেকে উৎসর্গ করতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র–ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।