শিক্ষার্থীদের পাঠ্যবহির্ভূত জ্ঞানও অর্জন করতে হবে

ওমর গণি এমইএস কলেজে বিদায় সংবর্ধনা

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ওমর গণি এমইএস কলেজে গত ২৮ আগস্ট ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ১৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী।

এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আয়ুব এবং সঞ্চালনা করেন চতুর্থ বর্ষের কোর্সসমন্বয়ক জেসমিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে ১৫ই আগস্ট এ নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলম বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে আমাদের ইতিহাসঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, ভূরাজনীতি, পরিবেশ প্রতিবেশ নিয়ে পর্যাপ্ত জ্ঞান আহরণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের খেদমতে নিজেকে উৎসর্গ করতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসারা বিশ্ব তাকিয়ে আছে এখন বাংলাদেশের নির্বাচনের দিকে
পরবর্তী নিবন্ধ‘গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনের ভূমিকা’ শীর্ষক সেমিনার