শিক্ষার্থীদের পদচারণা আর শিক্ষকদের পাঠদানে গতকাল সোমবার মুখর হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ক্যাম্পাস।
শিক্ষার্থীরাই ক্যাম্পাসের প্রাণ। তাদের আগমনে আইআইইউসি ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পেল। ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিচরণ ছিল চোখে পড়ার মত। পরিবহন বিভাগ ও বিভিন্ন বিভাগীয় পরিসংখ্যান অনুসারে গতকাল সোমবার ৫ হাজার ৮ শত শিক্ষার্থীর উপস্থিতি ঘটেছিল। ক্যাম্পাসে সবার প্রবেশের পূর্বেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের দেয়াল নানান সৌখিন শিল্পকর্মে রাঙিয়ে তোলে।
দীর্ঘ দেয়ালজুড়ে ছিল ক্যালিওগ্রাফি, গ্রাফিতি ও দেয়াললিখন। শিক্ষার্থীরা ভিড় করে মুগ্ধ হয়ে তা দেখতে থাকে। বিশেষ করে ক্যালিওগ্রাফি সবার প্রশংসা অর্জন করে। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্লাসে যায়। শিক্ষকগণও পিতৃসুলভ স্নেহ দিয়ে তাদের স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।