শিক্ষার্থীদের দেশপ্রেম ও পড়ালেখায় মনোযোগী হতে হবে

রাউজান কলেজে ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

রাউজান কলেজের নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শিক্ষার্থীদের প্রথমে মনোযোগ দিতে হবে পড়ালেখার দিকে। তাদের থাকতে থাকতে হবে শৃংঙ্খলাবোধ, দেশপ্রেম, মেধাবী হওয়ার প্রতিযোগিতা। গত বুধবার কলেজের সাজেদা কবির চৌধুরী মিলানায়নে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী সৃষ্টিতেও আমাদের সেরা হতে হবে। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধী নয়, সমাজে ভালো মানুষেরাই থাকবে
পরবর্তী নিবন্ধদারুল উলুম মাদরাসা দ্বীনি শিক্ষার আলোর মশাল : সুজন