আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থীদের পেশকৃত দাবিসমূহ যৌক্তিক সময়ের মধ্যে মেনে নেয়া হবে। সকল শিক্ষার্থীকে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে আইআইইউসি’র জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত এবং আহ্বান জানানো হয়। তাই সকল ছাত্র–ছাত্রীকে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।