শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান

আইআইইউসি’র জরুরি সিন্ডিকেট সভা

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থীদের পেশকৃত দাবিসমূহ যৌক্তিক সময়ের মধ্যে মেনে নেয়া হবে। সকল শিক্ষার্থীকে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে আইআইইউসি’র জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত এবং আহ্বান জানানো হয়। তাই সকল ছাত্রছাত্রীকে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরও ১ শ্রমিকের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলেন দগ্ধ ৫ জন
পরবর্তী নিবন্ধচাঁদের মাটিতে চা গাছ জন্মাল, ব্যর্থ মঙ্গলে