শিক্ষার্থীদের দখলে ধানমন্ডি ৩২

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বর এলাকা দখলে নিয়েছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘিরে রেখেছে ছাত্র-জনতা। শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেবো।

পূর্ববর্তী নিবন্ধহদরোগে আক্রান্ত ৪ মাসের শিশুকে বাঁচাতে পিতার আহবান
পরবর্তী নিবন্ধরাঙামাটির পৌরসভা মেয়রকে পদত্যাগের আল্টিমেটাম