চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আকারে করোনা টিকা দান শুরু হয়েছে। নগরীর দুইটি কমিউনিটি সেন্টার, পাঁচটি স্কুল এবং স্টেডিয়াম পাড়াস্থ সিজেকেএস ও অফিসার্স ক্লাবে স্থাপিত টিকাকেন্দ্রে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিপুল উপস্থিতিতে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের লাইন টিকা কেন্দ্রকে ঘিরে আশপাশের সড়কে বিস্তৃত হয়। এতে এসব এলাকায় রীতিমত যানজট সৃষ্টি হয়। যানজট আর জনজটে ত্রাহি অবস্থা ছিল নগরবাসীর। তবে এতো ঝক্কি ঝামেলার মধ্যেও টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। যানজট প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ জানান, যানজট নিয়ন্ত্রণে রাখতে আমাদের মাঠ পর্যায়ের সার্জেন্ট কন্সটেবলরা দিনরাত পরিশ্রম করছে। পাশাপাশি সিনিয়র কর্মকর্তারাও অনেক সময় যানজট নিরসনে মাঠে সক্রিয় থাকে, যাতে নগরবাসীর দুর্ভোগ একটু লাঘব হয়। আমাদের দিক থেকে চেষ্টার কোন ত্রুটি নেই।
এমনিতেই বন্দর নগরী চট্টগ্রামে গত কিছুদিন ধরে সেই চির চেনা চিত্র। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট, স্কুল, কলেজ, অফিস আদালতমুখী মানুষ যথা সময়ে গন্তব্যে পৌঁছার জন্য হাতে সময় নিয়ে রওনা হলেও রাস্তায় দীর্ঘ যানজটে আটকে পড়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সিডিউল। গতকাল বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে জামালখান, শহীদ সাইফুদ্দিন খালেদ রোড, আসকার দীঘির পাড়, স্টেডিয়াম পাড়া, চট্টগ্রাম কলেজ রোড, কাপাসগোলা স্কুল, অলিখাঁ মসজিদ মোড় ও চক সুপার, বালি আর্কেড রোডে দেখা যায় দীর্ঘ যানজট। ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের তদারকি ছিল না বললেই চলে।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নগরীর স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের টিকা দিতে নগরীর দুইটি কমিউনিটি সেন্টার নির্ধারণ করা হয়। নগরীর আসকার দীঘির পাড়ের রিমা কনভেনশান সেন্টার ও সিরাজউদ্দৌল্লা রোডের হল সেভেন-ইলাভেন কমিউনিটি সেন্টারের টিকাদান কেন্দ্রে শত শত শিক্ষার্থীর ভিড় জমে। এই দুইটি কমিউনিটি সেন্টার ছাড়াও নগরীর ৫টি স্কুলে এবং সিজেকেএস ও তৎসংলগ্ন অফিসার্স ক্লাবে টিকা দেওয়া হচ্ছে। তবে জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী জানান, কাল (বৃহস্পতিবার) থেকে এ সমস্যা হবে না। টিকা গ্রহীতার সংখ্যা কমে আসছে। তাই পরিস্থিতির উন্নতি হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় ১৫ জানুয়ারির মধ্যে করোনা প্রতিরোধে নিবন্ধিত ও অনিবন্ধিত ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করতে বলেছে।