এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেছেন, নবাগত ছাত্র–ছাত্রীদের সিইউসিবিএ’র বিগত সময়ের সাফল্য ধরে রাখতে হবে। ব্যবসায় প্রশাসন অনুষদের সুনাম ধরে রেখেই ছাত্র–ছাত্রীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্র্যাশন (সিইউসিবিএ) এর সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ২৫তম ব্যাচে ভর্তিকৃত ছাত্র–ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এমএ সালাম এসব কথা বলেন। সিভাসু অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এবং অনুষদের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সিইউসিবিএ’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি নবাগতদের জন্য প্রতিষ্ঠানের বিগত সময়ে নানা সাফল্যের দিক তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি ভর্তিকৃত ছাত্র–ছাত্রীদের ও আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং চলমান কঠিন পরিস্থিতেও সিইউসিবিএ’র একাডেমিক কার্যক্রম সুচারুভাবে চালিয়ে নিয়ে যেতে দৃঢ়ভাবে আশা ব্যক্ত করেন। বক্তব্য রাখেন অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশনের সভাপতি এবং কয়েকজন নবাগত শিক্ষার্থী।
এছাড়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে ইভিনিং এমবিএ অর্ডিন্যান্স সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন অনুষদের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।