শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবি

জেলা প্রশাসকের সঙ্গে স্কুলবাস মনিটরিং টিমের সাক্ষাৎ

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করেছে স্কুল বাস মনিটরিং টিম। এ সময় জেলা প্রশাসকের কাছে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবি জানানো হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, শীঘ্রই সব পরিবহন মালিক সমিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, মিনহাজ চৌধুরী, ইনজামুল ইমু, মিনহাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম সোহাগ, শাকিল মাহামুদ, আরিফ উদ্দিন, জালাল উদ্দিন জুবায়ের, সাদ বিন, মারুফ উদ্দিন, আরিয়ান তূর্য, সামিয়া আমিন, আলিফ, শিহাব, সিফাত, মুনতাসির, ফারদিন ও আসিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান নুর আহমদ: মেয়র
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান