শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের

কধুরখীল বালিকা স্কুলে ইউএনও মামুন

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:২৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেছেন, আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে আমাদের আগামী দিনের ভবিষ্যত কোমলমতি শিক্ষার্থীদেরকেও স্মার্ট হতে হবে। তাদেরকে ও সমানতালে এগিয়ে নিতে হবে। তাদের সেভাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

সম্প্রতি বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সফিউল আজম সেফু চেয়ারম্যানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দীপক কুমার চৌধুরী, লিটন ধর, মুনমুন চক্রবর্তী, অভিভাবকদের মধ্যে প্রিয়াঙ্কা বিশ্বাস, ইলিয়াছ সিকদার, সেকান্দর শাহ, সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, শিক্ষক অমরনাথ চক্রবর্তী, তনুশ্রী বিশ্বাস, দেবী দত্ত, শুভাশিষ নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফ্রোজা হীরা, এনামুল হক ও প্রকাশ কুমার ঘোষ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল কাদের জিলানী (রহ.) স্মৃতি সংসদের মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা