শিক্ষার্থীদের খাবার দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস স্পোর্টস | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

দেশে এখন একটি বিশেষ অবস্থা চলছে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর থেকে পুলিশের ওপর আসা আক্রমণের জেরে তারা অনেকটাই নিষ্ক্রিয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এ অবস্থায় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন শিক্ষার্থীরা। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণও করছেন তারা। এই শিক্ষার্থীদের ফুল, খাবার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে প্রায় আড়াইশ প্যাকেট খাবার বিতরণ করেন মিডিয়া বিভাগের কর্মীরা। এছাড়া বিসিবিতে নানাভাবে স্মরণ করা হচ্ছে কয়েকদিন আগে হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের শহীদদের। একটি বড় ব্যানারও লাগানো হয়েছে। অনুশীলনের আগে নিরবতা পালন ও দোয়া করেছেন ক্রিকেটাররা।

পূর্ববর্তী নিবন্ধরিয়ালের জার্সিতে প্রথমবার অনুশীলন সারলেন এমবাপ্পে
পরবর্তী নিবন্ধহারানো চাকরি ফিরে পেলেন সাবেক ক্রিকেটার বিথী