শিক্ষার্থীদের আন্দোলনে তাদের মায়েরাও ঢুকে গেছেন : তথ্যমন্ত্রী

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।
তিনি বলেন, টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, ওদের দেখে স্কুলের ছাত্র বা ছাত্রী মনে হলো না। তাদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তারা সেখানে ঢুকেছেন। সুতরাং, ছাত্রদের অনুরোধ জানাব, তাদের যাতে কেউ রাজনৈতিক ক্রীড়নক হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকা জন্য। শিক্ষার্থীদের যাতে কেউ রাজনীতির ক্রীড়নক হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীরা যে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে তার প্রতি আমরা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে সারা দেশে বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকর করেছে। বেসরকারি বাস মালিক সমিতিও ঢাকায় এটি কার্যকর করেছে। চট্টগ্রামেও কার্যকর হচ্ছে বলে জেনেছি। কিন্তু রাস্তাঘাট আটকিয়ে মানুষের ভোগান্তি ঘটিয়ে আন্দোলন কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নও থেকে যায়। খবর বাসসের।
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি-এ দুটি নিয়েই বিএনপির রাজনীতি আবর্তিত। এর বাইরে তারা যেতে পারছে না। এটি তাদের জন্য দুঃখজনক। বিএনপি মহাসচিবের মন্তব্য ‘খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না’ এর জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব কথা বলতে গিয়ে কখন কোনটা বেফাঁস বলে ফেলছেন, এই বক্তব্যই তার প্রমাণ। বেগম জিয়া রাজনীতিতে আসার বহু বছর আগে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার এ ধরনের কথা অবান্তর।
তিনি বলেন, আমরা চাই এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া সুস্থ হোন, খুব সহসাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় লাইনম্যানদের চাঁদাবাজি আধঘণ্টা যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধব্যাটারি রিকশা বন্ধে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করা হবে : মেয়র