শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কুরআন হাদিসের আলোকে সমাজ গড়তে হলে পারিবারিক জীবনে কুরআন হাদিসের অনুসরণ অপরিহার্য। গতকাল শনিবার সীতাকুণ্ডের কুমিরা এস এ চৌধুরী ইনস্টিটিউটের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এস এ চৌধুরী ইনস্টিটিউট স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল আবছার চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কুমিরা গার্লস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দীন ও সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সহ–সভাপতি জাফর আহমদ, সদস্য জানে আলম, অভিভাবক মো. লোকমান, সাখাওয়াত হোসেন পলাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে স্কুলের খেলার মাঠ উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন ক্লাশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।