বোয়ালখালীতে জায়েদ সারোয়ার আলম মিশকাত নামের ৯ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটানোর অভিযোগে হাফেজ মো. কাউছার (২১) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এ শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান -পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার প্রবাসী মনছুর আলমের ছেলেকে হাফেজ বানাতে পূর্ব গোমদন্ডী নুরীয়া সিদ্দীকীয়া হেফজখানায় ভর্তি করে দেন অভিভাবকরা। এক বছর ধরে ওই মাদরাসায় পড়াশোনা করছে শিশুটি। বুধবার রাতে শিশুটিকে শিক্ষক বেধড়ক মারধর করে। মিশকাতের মা বলেন, বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে মাদরাসায় গিয়ে দেখি সন্তানের করুণ অবস্থা। পরে তাকে নিয়ে আসতে চাইলে শিক্ষকরা বাধা দেন।এক প্রকার জোর করে শিশু সন্তানকে উদ্ধার করে নিয়ে আসি। এলাকাবাসীর সহযোগিতায় সন্তানকে নিয়ে থানায় গেলে পুলিশ উক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। শিক্ষক কাউছার বাঁশখালীর বইলছড়ির গজারার বাড়ির আলী আকবরের ছেলে। বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, খবর পেয়ে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরীপাড়া এলাকা থেকে শিক্ষক হাফেজ মো. কাউছারকে (২১) আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।