শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে দেখা করে নতুন শিক্ষাক্রম বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন হেফাজতে ইসলামের নেতারা। গতকাল শনিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। খবর বিডিনিউজের।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নওফেল বলেন, হেফাজত নেতৃবৃন্দ দেখা করতে এসেছিলেন। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে উনাদের কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। সেগুলো শুনেছি। উনাদের পর্যবেক্ষণ বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব। তারপর সিদ্ধান্ত নিব। কিছু বিষয়ে উনাদের আপত্তি আছে, সেটা শুনেছি। আবার নতুন কারিকুলামের অনেক বিষয়ে উনারা প্রশংসাও করেছেন। উনাদের বলেছি, কওমি মাদ্রাসাগুলোতে যেন আমাদের টেক্সট বই পড়ানো হয়। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হারুন ইজাহার বলেন, আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। উনি চট্টগ্রামের মানুষ, আমরাও চট্টগ্রামে থাকি, হেফাজতের জন্মও চট্টগ্রামে। তিনি বলেন, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের নতুন কারিকুলাম বিষয়ে আমাদের কিছু অবজারবেশন আছে। লিখিত আকারে পর্যবেক্ষণ জানিয়েছি। ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইনের খসড়াসহ বিভিন্ন বিষয়ে আমাদের আপত্তির কথা উনাকে জানিয়েছি। প্রধানমন্ত্রীও উনাকে বলেছেন, আলেমদের মতামত নিতে।
লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক হারুন ইজাহার বলেন, আমরা উনাকে সহযোগিতা করতে চাই। কারিকুলামে কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বিষয় এসেছে বলে তিনি জানিয়েছেন। আমাদের কনসার্নগুলো উনাকে জানিয়েছি।
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, জিহাদুল ইসলাম, জিয়াউর রহমান ফারুকী উপস্থিত ছিলেন।