শিক্ষাব্রতী মাওলানা আফজল আহমদ স্মরণসভা আজ

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজ, নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদ্রাসা এবং নাজিরহাট কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাব্রতী মাওলানা আফজল আহমদ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আজ মঙ্গলবার হাটহাজারীর ফরহাদাবাদে অনুষ্ঠিত হবে। এছাড়া আলহাজ্ব চুন্নুমিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, মাওলানা আফজল আহমদ ১৯০৮ সালে হাটহাজারীর ফরহাদাবাদের ইউসুফ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।

তিনি দারুল উলুম আলিয়া মাদ্রাসা এবং কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশুনা করেন। কলকাতায় অবস্থানকালে ১৯৩২ সালে চট্টগ্রাম মুসলিম ছাত্র সমিতির সাধারণ সম্পাদক এবং আসামবঙ্গ আরবি ছাত্র সম্মেলনের যুগ্ম সম্পাদক ছিলেন। পরে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলে হেড মাওলানা ছিলেন। ১৯৪৯ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নাজিরহাট কলেজ পরিচালনা পর্ষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আলহাজ্ব চুন্নুমিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি মারা যান ২০০৬ সালের ২০ জানুয়ারি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের আগমন চট্টগ্রামবাসীকে গণতান্ত্রিক শক্তি যোগাবে
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডিজেবিলিটি কেয়ার পরিদর্শন