শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে বাকবিশিস’র স্মারকলিপি

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ না করে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও ইউনেস্কোর সুপারিশ মোতাবেক শিক্ষা খাতে জিডিপির ৬% বরাদ্দের দাবিসহ ১১ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি প্রদান করেন বাকবিশিস চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছেহল, সরকারি শিক্ষককর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষককর্মচারীদেরও শতভাগ উৎসবভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা প্রদান, অন্তর্বর্তী সরকার কর্তৃক ১১টি বিষয়ের ওপর গঠিত ১১টি সংস্কার কমিশনের ন্যায় শিক্ষা বিষয়ের উপর শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা অন্যতম।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাকবিশিস চট্টগ্রাম বিভাগের সাধরণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বনিক, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ অয়ন বড়ুয়া, মহানগর সভাপতি অধ্যক্ষ আলম আকতার, সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী, জেলা সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, অধ্যাপক বিধান চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধতিন দিন ধরে বন্ধ স্পিডবোট চলাচল, ভোগান্তি