শিক্ষাব্যবস্থার জাতীয়করণ ও শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি

বাকবিশিস সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা সম্মেলন

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গত গত ৫ মে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সাতকানিয়ালোহাগাড়া উপজেলা শাখার উপজেলা সম্মেলন ও শিক্ষকশিক্ষানুরাগী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই বৈষম্যহীন, অসামপ্রদায়িক, সর্বজনীন ও বিজ্ঞানমনস্ক শিক্ষা চাই’ এই অঙ্গীকার সামনে রেখে সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ হারুনর রশিদ। সঞ্চালনা করেন অধ্যাপক রানা দাশ গুপ্ত ও অধ্যাপক ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে বাকবিশিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জাতীয় বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ বাড়ানো এবং এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণ মর্যাদা প্রদানই শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে জরুরি পদক্ষেপ।

অনুষ্ঠানে চারজন গুণী শিক্ষক ও শিক্ষানুরাগীকে সংবর্ধনা দেওয়া হয়, অধ্যক্ষ মোহাং হারুনর রশিদ, অধ্যক্ষ আবুল কাশেম, রিয়াদ কামাল এবং মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মেলনে বক্তব্য রাখেন বাকবিশিস, চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ভব রঞ্জন বণিক, বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল মনসুর মোহাম্মদ হাবিব, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক শাহীন, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ। সম্মেলনের শেষ পর্বে অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি ও অধ্যাপক রানা দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউ মিডিয়া ক্লাবের নেতৃত্বে রবিন-প্রান্ত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন