নগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। ধৃতরা হলেন আনোয়ারুল হক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। গতকাল রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। তিনজনের বাসা পাঁচলাইশ থানা এলাকায়।
জানা গেছে, ১৫–২০ জনের একটি দল শিক্ষাবোর্ডের সামনে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মিছিল থেকে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।







