শিক্ষাবৃত্তি প্রদানে নিরোধ ও শান্তা ফাউন্ডেশনের চুক্তি

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

শিক্ষাবৃত্তির কার্যক্রম প্রসারিত করার লক্ষ্যে বেশ কয়টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেছে নিরোধ ও শান্তা ফাউন্ডেশন। চুক্তি সম্পাদন উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তি প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নিরোধ ও শান্তা ফাউন্ডেশনের সভাপতি নিরোধ বড়ুয়া। পরে চুক্তি সম্পাদন করা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদান বাবদ ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।
সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে আবু সুফিয়ান, সিদ্ধার্থ কুমার বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, ইঞ্জিনিয়ার মৃগাংক প্রসাদ, ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, ডা. ভাগ্যধন বড়ুয়া, মানিক বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সমীরণ কান্তি বড়ুয়া, গোপাল কান্তি বড়ুয়া, দয়াল হরি মজুমদার অনুদানের চেক গ্রহন করেন। অন্যান্যের মাঝে শশী ভূষণ বড়ুয়া, অমল কান্তি বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, রনজিত কুমার বড়ুয়া, রিন্টু কুমার বড়ুয়া, তমাল বড়ুয়া, চিন্ময় বড়ুয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্মের পর প্রথম ৬ মাস শিশুকে অবশ্যই বুকের দুধ দিতে হবে
পরবর্তী নিবন্ধমেয়ের চিকিৎসায় নিঃস্ব বাবা-মা, চান সহযোগিতা