শিক্ষাবিদ-সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ‘লাইফ সাপোর্টে’

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় বলে জানান ‘অন্যপ্রকাশের’ প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার থেকে এ হাসপাতালে ভর্তি আছেন মনজুরুল ইসলাম। হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখা মাজহারুল ইসলাম চিকিৎসকের বরাতে বলেন, স্যারকে সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কালকের (সোমবার) দিনটা পার হলে বোঝা যাবে। এখন ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। খবর বিডিনিউজের।

এর আগে শুক্রবার বিকেলে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিতিক মনজুরুলের। পরে তাকে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে অস্ত্রোপচার করে দুইটি রিং পরানো হয়। চিকিৎসক তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের নির্বাচনী তফসিল ঘোষণা
পরবর্তী নিবন্ধবিশ্ব শিক্ষক দিবস পালিত