শিক্ষাবিদ শহীদুল ইসলাম সরকারের ইন্তেকাল

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার গতকাল সকাল ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তিনি আনোয়ারা তৈলারদ্বীপ বারখাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর বাঁশখালী পুকুরিয়ায় নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, আ ন ম অহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণই ইসলামের অন্যতম ভিত্তি : নওফেল
পরবর্তী নিবন্ধসীমিত আকারে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবি আইনজীবীদের