শিক্ষাবিদ মওলানা ফৌজুল কবীরের ইন্তেকাল

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিক্ষাবিদ মওলানা মুহাম্মদ ফৌজুল কবীর গত ৩০ মার্চ দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের সময় বলুয়ারদীঘির পূর্বপাড়স্থ শহরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গতকাল বাদ ফজর কোরবানীগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার পর ভোরে তাঁকে বাঁশখালী উপজেলাস্থ জলদী নেয়াজর পাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার পিতার প্রতিষ্ঠিত জলদী হোসাইনীয় কামিল (ডিগ্রী) মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে নেয়াজর পাড়াস্থ মসজিদ কবরস্থানে দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৯৭ বছর। মৃত্যুকালে তিন ৪ সন্তান, নাতী, নাতনীসহ, আত্মীয় স্বজন অসংখ্য শিক্ষার্থীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষাবিদ জীবদ্দশায় একজন শিক্ষাদরদী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সভাপতি রফিকুল আলম, সহ সভাপতি বিপুল বড়ুয়া, সহকারী পরিচালক শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, পিসি এক শোক বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়েছেন। আরো শোক জানিয়েছেন শিশুকিশোর সাময়িকী আলোর পাতার পক্ষ থেকে এমরান চৌধুরী, খালেদ শরফুদ্দীন, আলী আসকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসখিনা বেগম
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে খোলা নুডলস ও বেশি দামে ফল বিক্রি, জরিমানা