শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি চবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে চবি উপাচার্য, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রক্টরের মাধ্যমে উপাচার্য এবং উপাচার্যের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর প্রক্টরের কার্যালয়ে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. আরজু আহমেদের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন, দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি কানন ও ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্র শাহ মোহাম্মদ শিহাবসহ প্রমুখ। এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন, ডিসকু সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং পিসিপি সভাপতি রোনাল চাকমা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, দশজন শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত একটি দরখাস্ত পেয়েছি। আবাসিক হল খুলে দেওয়া এবং শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানিয়েছে তারা। করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে আমরা বিশ্ববিদ্যালয়ের হল খুলে শিক্ষা কার্যক্রম চালু করার চিন্তা করছি।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব আলী আনসারী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১১ মার্চ থেকে শিব চতুর্দশী মেলা