শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার সরকারের আমল থেকে দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ঠিক রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে। খবর বিডিনিউজের।
সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদ ছেড়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্তরা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগের বিষয়টি তীব্র সমালোচনা তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ পরও উপাচার্যসহ অন্য কর্মকর্তাদের পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়গুলো এক প্রকার স্থবির হয়ে আছে। এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদত্যাগের দাবি চলছে।