শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

দেশের সব সরকারিবেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করে মাউশি। এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। খবর বাসসের।

চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং সূত্রোক্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সরকার প্রতিবছর ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সমপ্রতি ঘোষিত ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধঘোরাঘুরির কিছুক্ষণ পর ছড়া খালে মিলল কিশোরের ভাসমান মরদেহ
পরবর্তী নিবন্ধউখিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার