আনোয়ারার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষানুরাগী কামাল উদ্দিন আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আজ সোমবার অনুষ্ঠিত হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে আনোয়ারার গহিরা গ্রামের পারিবারিক মসজিদ ও গাউসিয়া খিজিরিয়া আহমদিয়া ইসমাইলিয়া ফোরকানিয়া মাদ্রাসায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও নগরীতে দুস্থদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিনি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের পিতা। প্রেস বিজ্ঞপ্তি।










