শিক্ষাথীদের সুপ্ত প্রতিভা বিকাশে লিয়াকত স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

কেন্দ্র পরিদর্শনে অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বিবাড়ীয়া, লক্ষীপুর, চাঁদপুর, সুনামগঞ্জ, ভোলা, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, গজীপুর, কেরানীগঞ্জসহ দেশব্যাপী একযোগে উৎসবমুখর পরিবেশে ৮৭টি কেন্দ্রে ৩৬,৭২১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মধ্যদিয়ে গতকাল সম্পন্ন হয়।

সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর, স ম হামেদ হোসাইন, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, অধ্যক্ষ এম. ইব্রাহীম আখতারী, অধ্যক্ষ হেলাল উদ্দিন আলকাদেরী, মীর আবু বাকার, অধ্যক্ষ সামসুদ্দোহা, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, কাজী মুহাম্মদ মুফিজুর রহমান, ইঞ্জি: মুহাম্মদ আরিফ উদ্দিন, মুনিরুজ্জামান মাসুম, অধ্যক্ষ বদরুর রেজা, এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, আবদুল মালেক আশরাফী, মোজাম্মেল হোসেন, আবদুল মান্নান, আবদুর রহিম আজাদ, সাংবাদিক শেখ ফরিদ, সাংবাদিক ওয়াহেদসহ সংসদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সংসদের প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে শিক্ষাথীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং নীতিনৈতিকতা জাতি গঠনে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী ১ ফেব্রুয়ারি বৃত্তি পরীক্ষার ফলাফল স্মৃতি সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি দেয়ায় জিডি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ