শিক্ষক মানে শিক্ষাগুরু
এই জগতের আলো।
তাদের হাতে ঘুচতে থাকে
যত আঁধার কালো।
শিক্ষক মানে মানুষ গড়ার
আসল কারিগর
শিক্ষক হলো সবার কাছে
আলোর বাতিঘর।
ভুললে কারো চলবে না ভাই
শিক্ষাগুরুর কথা
তাদের জন্য শ্রদ্ধা থাকবে
মানবো নীরবতা।
সবার উর্ধ্বে গুরু তিনি
বাবা মায়ের পরে,
তাদের পায়ে প্রণাম জানাই
শ্রদ্ধাও অন্তরে।