শিক্ষাকে গণমুখী করতে কাজ করছে সরকার

চন্দনাইশে অভিভাবক সমাবেশে পেয়ারুল

| সোমবার , ১ মে, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে শিক্ষার হার ৭২ শতাংশের বেশি। যা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এসব কার্যক্রমের ফলে শিক্ষার মান বেড়েছে। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে গড়ে উঠছে। বিদ্যালয় প্রতিষ্ঠায় মোহাম্মদ কাশেম ও এ এম মাহবুব চৌধুরীকে তিনি ধন্যবাদ জানান। শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকারের পাশাপাশি কাশেমমাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও এ এম মাহবুব চৌধুরীর মতো বিত্তবান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি। গত শনিবার চন্দনাইশ কাশেমমাহবুব উচ্চ বিদ্যালয়ের জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত প্রধান তোরণ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ এম মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবু আহমেদ চৌধুরী, ফারহানা আফরিন জিনিয়া, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পিন্টু, ইমরান মুহুরী, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, রিয়াজুর রহমান চৌধুরী, মোহাম্মদ মামুন, বোরহান উদ্দিন গিফারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়’
পরবর্তী নিবন্ধস্মার্ট জাতি গঠনে স্মার্ট শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে