শিক্ষক সমিতির ট্যালেন্ট বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা পরিচালিত ট্যালেন্ট বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রোটারি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ সভাপতি অধ্যক্ষ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম এ ছফা চৌধুরী। যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব কমল কান্তি ভৌমিক এবং নির্বাহী সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, ট্যালেন্ট বৃত্তি পরীক্ষার সচিব মুহাম্মদ মুজিবুর রহমান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে সিজেএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাসপিয়া তাজিন এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন, মো. শফিকুল আনোয়ার। প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধপঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় তথ্যমন্ত্রী