শিক্ষক সংকট, বিঘ্ন ঘটছে শ্রেণি কার্যক্রমে

সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্রগ্রামে সহকারি শিক্ষকের ১ হাজার শূন্য, নিয়োগের পদ ৬২৯

মোরশেদ তালুকদার | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

শিক্ষক সংকটে বিঘ্ন ঘটছে চট্টগ্রাম জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। একইসঙ্গে শিক্ষক সংকট থাকা বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার ২১ থানায় বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ৯৬ টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে এর মধ্যে নিয়োগযোগ্য পদ আছে মাত্র ৬২৯টি। চট্টগ্রামে ২ হাজার ২৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার।

এদিকে চট্টগ্রাম জেলার ৪৫৮টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে পালন করছেন প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব। তাদের পাঠদানের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত প্রশাসনিক দায়িত্বও সামলাতে হয়। বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে তাদের ছুটতে হয় থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে। তখন তাদের পক্ষে শ্রেণিকক্ষে পাঠদান করা সম্ভব হয় না। আবার প্রধান শিক্ষক নিয়োগ হলে তাদের পুনরায় সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করার নির্দেশনা আছে। ফলে তাদের পদগুলো সংরক্ষিত থাকায় ৪৫৮ টি সহকারী শিক্ষকের পদ বর্তমানে শূন্য হলেও নিয়োগযোগ্য নয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বশীল কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একাধিক সহকারী শিক্ষকের সাথে আলাপকালে তারা জানিয়েছেন, শিক্ষক সংকট থাকায় ক্লাস ম্যানেজমেন্টে নানা সমস্যা হচ্ছে। অতিরিক্ত এবং টানা ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। এতে তাদের মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়ছে। আবার যেসব স্কুলে শিক্ষার্থী বেশি সেখানে শিক্ষক সংকট থাকায় সেকশন করে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। দুই সেকশনের ছাত্রছাত্রীর একই সঙ্গে ক্লাস নেয়ায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় শ্রেণিকক্ষে। এতে শিক্ষক ও শিক্ষার্থী পরষ্পরের মনোযোগ আকর্ষণে ব্যাহত হচ্ছে। ফলে বজায় থাকছে না শিক্ষার গুণগত মান।

অবশ্য চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদনের সময় শেষ হবে আগামী ২৭ নভেম্বর।

চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজাদীকে বলেন, শূন্যপদ থাকলে ক্লাস ম্যানেজমেন্টে কিছুটা সমস্যা হয়। যেমন একজন শিক্ষককে অতিরিক্ত ক্লাস নিতে হয়, যা শিক্ষকের উপর চাপ পড়ে। আবার যেসব স্কুলে ছাত্রছাত্রী বেশি সেখানে বিভিন্ন শ্রেণিতে সেকশন করে পড়ানো হয়। শিক্ষক সংকট থাকলে সেকশন করা সম্ভব হয় না। তখন সব ছাত্রছাত্রীকে একসাথে পড়াতে হয়। এতে গুণগত মানে হ্যাম্পার হয়।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের প্রাইমারি স্কুলগুলোতে শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। যদি কোনো আইনি জটিলতা তৈরি না হয় সেক্ষেত্রে সরকারের ইচ্ছে আগামী জুনের মধ্যে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।

শিক্ষক সংকট বেশি রাঙ্গুনিয়ায় : জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে, চট্টগ্রামের ২১ থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ (প্রাকপ্রাথমিকসহ) রয়েছে ১৪ হাজার ২৮০টি। বর্তমানে কর্মরত আছেন ১৩ হাজার ১৮৪ জন। চলতি দায়িত্বের পদসহ শূন্যপদ আছে ১ হাজার ৯৬টি। এর মধ্যে নিয়োগযোগ্য পদ আছে ৪৫৮টি। মামলজনিত কারণে সংরক্ষিত আছে ২১টি।

সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো শূন্যপদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ২১ থানার মধ্যে সবচেয়ে বেশি ১৫২টি শূন্যপদ আছে রাঙ্গুনিয়ায়। যার মধ্যে ১০৬টি নিয়োগযোগ্য পদ। রাঙ্গুনিয়ায় অনুমোদিত পদ আছে ১ হাজার ৪টি।

এছাড়া বাঁশখালীতে ৯৭৩টি অনুমোদিত পদের বিপরীতে নিয়োগযোগ্য পদ আছে ৪৩টি। রাউজানে অনুমোদিত ১ হাজার ১০২টি পদের বিপরীতে নিয়োগযোগ্য পদ আছে ৪০টি। সন্দ্বীপে অনুমোদিত ৯১২টি পদের বিপরীতে ৫৪টি, ফটিকছড়িতে ১ হাজার ৩২৭টি অনুমোদিত পদের বিপরীতে ৭৬টি, পটিয়ায় ৮৮৬টি অনুমোদিত পদের বিপরীতে ১৬টি, আনোয়ারায় ৬৩৩ অনুমোদিত পদের বিপরীতে ২৫টি, বোয়ালখালীতে ৬৭০টি অনুমোদিত পদের বিপরীতে ৪০টি, লোহাগাড়ায় ৬৪৮ অনুমোদিত পদের বিপরীতে ৩৯টি, চন্দনাইশে ৬১৯ অনুমোদিত পদের বিপরীতের ৭টি, হাটহাজারীতে ৮৮৫ অনুমোদিত পদের বিপরীতে ২৭টি, মীরসরাইয়ে ১ হাজার ১৫৬টি অনুমোদিত পদের বিপরীতে ৫৪টি, সীতাকুণ্ডে ৬৪২টি অনুমোদিত পদের বিপরীতে ১টি, সাতকানিয়ায় ৯৫৬টি অনুমাদিত পদের বিপরীতে ৩২টি, ডবলমুরিংয়ে ৩২৯ অনুমোদিত পদের বিপরীতে ৭টি, পাহাড়তলীতে ২২৬টি অনুমোদিত পদের বিপরীতে ৬টি, বন্দরে ২৫০টি অনুমোদিত পদের বিপরীতে ২৫টি, পাঁচলাইশে ২৭৬টি অনুমোদিত পদের বিপরীতে ১৫টি, চান্দগাঁওয়ে ৩২৩টি অনুমোদিত পদের বিপরীতে ১৮টি, কোতোয়ালীতে ২২৫টি অনুমোদিত পদের বিপরীতে ২টি নিয়োগযোগ্য পদ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধছাত্রদল নেতা খুনের মামলায় তিন দিনের রিমান্ডে ফজলে করিম