কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এবং অন্যান্য শ্রেণির ছাত্রীদের অভিভাবকদের সাথে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন পরিচালনা পরিষদের সদস্য আবুল কালাম সিকদার, রূপক চৌধুরী, ফারহানা তাসমিন ওফা, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, আবুল কালাম সিকদার, অমরনাথ চক্রবর্তী, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। আলোচকরা বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয় না ঘটলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সমর্থ হবে না। বিদ্যালয়ে ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। যার প্রেক্ষিতে ছাত্রীরা লেখাপড়ায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠে। তাই ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। ছাত্রীদের নিয়মিত লেখাপড়া তদারকি করা, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা অভিভাবকদের সাথে শিক্ষকদের যোগাযোগ ছাত্রীদের আলোকিত ভবিষ্যৎ তৈরির নির্দেশক। পরিচালনা পরিষদের সদস্য এবং শিক্ষকবৃন্দ অভিভাবকদের আরো বেশী সচেতন এবং শিক্ষার্থীদের বিষয়ে যত্নবান হওয়ার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।