শিক্ষক বাঁচুক সম্মানে নিরাপদে নিশ্চিন্তে

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রথমবারের মতো সারাদেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গতকাল বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্টরা আলোচনা সভা, সেমিনার, শোভাযাত্রা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে শিক্ষক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকদের মনে রাখতে হবে যারা আজকের শিক্ষার্থী, তারাই আগামীতে নেতৃত্ব দেবে দেশ ও সমাজের। এসব শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক চরিত্রের অধিকারী করে এগিয়ে দিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে অন্তরিকতার সাথে।

গতকাল বৃহস্পতিবার এই সভার আগে উপজেলা চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন তিনি। এরপর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম ও নাসরিণ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সহকারি কমিশনার (ভূমি) রিদোয়ান ইসলাম, উপজেলা আ. লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, রাউজান আর আর এসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমুখ।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যে চন্দনাইশে গতকাল বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২ পালিত হয়। এ উপলক্ষে কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

এ সময় তিনি বলেন, শিক্ষকরা আদর্শ ও আলোকিত মানুষ গড়ার কারিগর। সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করার পাশাপাশি শিক্ষকদের মূল্যায়নে কম্পিউটার প্রশিক্ষণ দেয়াসহ নানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। ফলে অনেক পুরোনো দিনের শিক্ষকরাও আজকের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাদানে অবদান রাখতে পারছেন। একজন ভালো শিক্ষক আজীবন সম্মানের পাত্র হিসেবে বেঁচে থাকেন। গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার শাহা। আলোচনায় অংশ নেন উপাধক্ষ ড. সুব্রুত বরণ বড়ুয়া, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী প্রমুখ। এর আগে নজরুল ইসলাম চৌধুরী এমপির নেতৃত্বে শিক্ষক দিবসের র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রিদুয়ানুল হকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আ.ন.ম নাজমুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা আনোয়ারু কাদের, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ওসমান গনি, আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী প্রমুখ।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক ‘শিক্ষক দিবস আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা, মৌলানা মিজানুর রহমান, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। আলোচকরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড; আর শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। একজন আদর্শ শিক্ষক সমাজ ও রাষ্ট্রের সম্পদ। দেশপ্রেমিক সুনাগরিক তৈরিতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। শিক্ষকদের আর্থ সামাজিক মান মর্যাদা সমুন্নত রাখতে দায়িত্ব নিতে হবে সরকার ও রাষ্ট্রকে।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল দুপুরে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এনজিও ব্র্যাকের সহযোগিতায় শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা, সৌমিত্র চক্রবর্তী, অধ্যক্ষ মো. ওমর ফারুক, শিক্ষক সমিতির সভাপতি মো. হাবীব উল্লাহ, দিপক কান্তি ভট্টাচার্য্য। সংবর্ধিত অতিথি ছিলেন শিক্ষক মাওলানা হোসাইন আহমদ, সাবেক অধ্যক্ষ জরিনা আখতার, সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও কর্মকর্তাদের একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসদর বাজার এলাকা প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধমাসিক চাটগাঁ ডাইজেস্টের বর্ষপূর্তি অনুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধকত উজির নাজিরের জীবন গেল, আড্ডা কিন্তু থামেনি