নুরুল আহাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক নুরুল আহাদ তালুকদার স্মরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নুরুল আহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রয়াত শিক্ষকের জ্যেষ্ঠ সন্তান সরকারি কর্মকর্তা মোঃ নুরুল আকতার মিলাদ।
মাওলানা মোহাম্মদ সামছুদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাঈটভাঙ্গা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন, মিজানুর রহমান, প্রভাষক মাহমুদুল হাসান সেলিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার জামাল উদ্দীন, মাস্টার ইউসুফ আলী মামুন, মাস্টার আনোয়ার হোসেন, মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার মাওলানা আবুল হাসিম, সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। এতে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, মাস্টার বেলাল উদ্দিন, মাস্টার নকিবুল আলম, মাস্টার ছায়েদ উল্লাহ, প্রভাষক মিজানুর রহমান, নুরুল মোমেন তালুকদারসহ অনেকেই। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।