উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এবং অদিতি সঙ্গীত নিকেতনের কার্য়করী সদস্য নির্মল চন্দ্র দাশ গতকাল শুক্রবার সকাল ৯.৪৭ মিনিটে নগরীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি মৃত্যুকালে এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদনের জন্য উনসত্তর পাড়া স্কুল প্রাঙ্গণে শবদাহ আনা হলে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শোক জ্ঞাপন করেছেন কাট্টলী আইডিয়াল স্কুল পরিচালনা পর্ষদ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, ভূবেনশ্বরী মন্দির পরিচালনা পর্ষদ, অদিতি সঙ্গীত নিকেতনসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠান রাঙ্গুনিয়াস্থ কোদালা গ্রামে বাড়িতে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।