শিক্ষক দিবসে ধলঘাট ইউনিয়ন নাগরিক ফোরামের সভা

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলাধীন ধলঘাট ইউনিয়ন নাগরিক ফোরামের উদ্যোগে ধলঘাট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরিক ফোরামের সভাপতি মিলন মিত্রের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক সরিৎ চৌধুরী সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাগর কান্তি দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস।
বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি ও অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. এ কে এম সাইফুদ্দিন, রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, ধলঘাট স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি সৈয়দ আহম্মদ, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, শফিকুল ইসলাম বাবু, মো. শাহ আলম, এ কে এম সালাউদ্দিন, অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম (সাজ্জাদ), শফিউল আলম বাদশা, ব্যাংকার শহীদুল ইসলাম রাশেদ প্রধান শিক্ষক মোছাম্মদ নাসিমুন আরা বেগম।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৫০ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা কলেজিয়েট ’৭৪-এর বন্ধু সমাবেশ
পরবর্তী নিবন্ধকমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলুশে বিশুদ্ধ পানি সরবরাহ