শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার মতবিনিময়

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম বলেছেন, শিক্ষকদের হৃত গৌরব পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে, এতেই শিক্ষকরা শিক্ষাদানে আরো আন্তরিক হয়ে জাতি গঠনে সচেষ্ট হবে। এর মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্ম বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। দেশ দ্রুত এগিয়ে যাবে। গত মঙ্গলবার শিক্ষককর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সংগঠনের সহসভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর আলমের সঞ্চালনায় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মো. ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী সাংবাদিক সমিতির সভাপতি এম এ মান্নান, অধ্যাপক কায়সারুল হক, প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ। বক্তব্য রাখেন অধ্যাপিকা সাবেরা শারমিন, আরেফা খানম, প্রভাষক মিজানুর রহমান, বাবর উদ্দিন, মনসুর আলী, ইয়াছিন চৌধুরী, মো. সাইফুদ্দীন, তৌহিদুল আলন, প্রিয় রঞ্জন চৌধুরী, প্রজীব বড়ুয়া, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, জিয়াউর রহমান ও মিজানুর রহমান অভি। পরে স্কুল আঙিনায় ফলদ ও বনজ চারা রোপণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে পোস্ট অফিস কেলেঙ্কারি, ১৩ আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার