শিক্ষক ও চিকিৎসকসহ ২৯৫ জনের চাকরি স্থায়ী করল চসিক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) কর্মরত ২৯৫ জন অস্থায়ী শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে স্থায়ী করা হয়। এর মধ্যে ৭৮ জন প্রভাষক ও ৭৪ জন স্কুল শিক্ষক রয়েছে। এছাড়া ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা চিকিৎসককে মেডিকেল অফিসার পদে, মেডিকেল কনসালটেন্ট পদে ২ জন, স্বাস্থ্য সহকারী পদে ৮ জন এবং স্বাস্থ্য পরিদর্শক পদে ৩ জনকে স্থায়ী করা হয়।

গতকাল তাদের স্থায়ী করা হয়। এ সংক্রান্ত বৈঠক শেষে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেও অনেকেই স্থায়ীকরণের অপেক্ষায় ছিলেন। আমরা ন্যায়ভিত্তিক যাচাইবাছাই শেষে উপযুক্তদের স্থায়ী করেছি। বাকিদেরও ধাপে ধাপে স্থায়ী করা হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনকারীদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা স্বচ্ছতা, মেধা ও নিষ্ঠার ভিত্তিতে মূল্যায়ন করেছি, যাতে সিটি কর্পোরেশনের সেবা আরো দক্ষ ও গতিশীল হয়।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

শিক্ষক সমিতির অভিনন্দন : চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলাল ও চসিক শিক্ষক সমিতি (স্কুল) সভাপতি আকতার হোসেন এক বিবৃতিতে দীর্ঘ দিন পর প্রথমবারের মত স্কুল ও কলেজের ২৫২ জন শিক্ষককে স্থায়ীকরণ করায় মেয়র ডা. শাহাদাত হোসেনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, চসিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধড. ইব্রাহিম কথা বলার পর যা ঘটে
পরবর্তী নিবন্ধঅভিযোগ আমলে, ২৬ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা