শিক্ষক আবু তাহের

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ প্রতিনিধি জানান, বরকল এসজেড উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আনোয়ারা গুজরা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকালই বাদে জোহর আনোয়ারা গুজরা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা, বিকেল ৩টায় চন্দনাইশের বরকল এসজেড উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা এবং বাদে আছর উপজেলার বরকল ইউনিয়নের পূর্ব কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগ নেতা লোকমানুল হকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসেকান্দর সওদাগর