শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ও পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমাসহ সারাদেশে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এম তাহেরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত কুমার নাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ইউছুফ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার অর্থ সম্পাদক মোঃ সবুর, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন কর, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দিন, মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এম রমিজ উদ্দিন, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শামশুল আলম হেলালী, বাঁশখালী উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম ছানূবী, রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন্নবী আজিজী, নাটমুডা পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমৃত কারন, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এডভোকেট এহসানুল হক মিলন, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক এলাহীসহ উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়ার এবং প্রয়োজনে কর্মবিরতি ঘোষণা করে প্রতিষ্ঠান তালাবদ্ধ করার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত