আধুনিক জ্ঞান ও যুক্তিনির্ভর সমাজে করোনাকালনি দুঃসময়ে শিক্ষার পুনরুদ্ধারে শিক্ষকদের যথার্থ দায়িত্বশীল ভূমিকা আবশ্যক। প্রকৃত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, সততা, মেধা, প্রজ্ঞা, আদর্শ, নীতি নৈতিকতার পরিচর্যায় পিছিয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম নতুনরূপ পরিগ্রহ করবে। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রসারিত করা জরুরি। শিক্ষকদের অবমূল্যায়ন জাতিকে পিছিয়ে নিয়ে যাবে। দেশ ও জাতির পুনর্গঠনে শিক্ষকদের জীবনযাত্রার মান অনুযায়ী মূল্যায়ন প্রয়োজন। ওব্যাট হেল্পার্সের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে গতকাল নগরীর সিআরবিস্থ একটি রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপরের কথাগুলো বলেন।
ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রশিক্ষক ও লেখক শামসুদ্দিন শিশির, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, আর.এম এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ জলিল, মুন ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল মুন প্রমুখ। সেমিনার শেষে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।