শিক্ষকদের সচেতন হওয়া উচিত

| শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

একজন শিক্ষক অতি সম্মানীয় মানুষ। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সম্মানের পেশা হচ্ছে শিক্ষকতা। সম্মানের দিক দিয়ে মাবাবার পরেই শিক্ষকদের স্থান। একজন শিক্ষক চাইলেই একজন শিক্ষার্থীর জীবন গঠনে সর্বোত্তম ভূমিকা রাখতে পারেন, আবার মুহূর্তেই নষ্টও করতে পারেন। তাই শিক্ষকদের সচেতনতা ও সতর্কতা অতীব জরুরি। আমরা প্রায়ই দেখি অনেক শিক্ষক পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষার হলে উচ্চ আওয়াজে কথা বলেন বা নিজেদের মধ্যে খোশ গল্পে জড়িয়ে পড়েন। আবার অনেক শিক্ষক পরীক্ষার হলে শব্দ করে হাঁটাচলা করেন। কেউ কেউ আবার মোবাইল ফোন বন্ধ না রাখায় উচ্চশব্দে কল রিংটন বেজে ওঠে এবং কেউবা হল রুমেই ফোন কলে কথা বলতে শুরু করেন। যা শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে, মানসিক চাপ সৃষ্টি করে এবং উত্তর ভুলে যেতে একরকম বাধ্যও করে। যা পরীক্ষা খারাপ হওয়ার কারণও বটে। ফলে শিক্ষার্থীরা বিষণ্নতায় ভুগতে থাকে। অতএব শিক্ষকদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এ বিষয়ে নজরদারি জোরালো করা উচিত।

মোফাজ্জল হোসেন

শিক্ষার্থী,

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধপলান সরকার : জ্ঞানের ফেরিওয়ালা
পরবর্তী নিবন্ধভোক্তা অধিকার সংরক্ষণ