চাকরি জাতীয়করণ হওয়ার পর শিক্ষকদের একটি অংশের ভোগ করা টাইম স্কেলের সুবিধা ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত (পরিপত্র) চ্যালেঞ্জ করে যে রিট আবেদন হয়েছিল, তা খারিজ করেছে হাই কোর্ট। চূড়ান্ত শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেয়। খবর বিডিনিউজের।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আইনজীবী মোকছেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে বিষয়টা নিয়ে রিট আবেদনটি করা হয়েছিল, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত। রায়ে আদালত বলেছে, রিটটি মেইনটেনেবল (গ্রহণযোগ্য না) না। আদালত বিষয়টা নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে যেতে বলেছে। তবে প্রশাসিনক ট্রাইব্যুনালে যাচ্ছি না।
এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাব।












