শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:১০ পূর্বাহ্ণ

এগারোতম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর দুটি মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ‘ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ নেতারা যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি আদায়ে বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো।’

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদও আন্দোলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে একই মালিকের দোকান ও গুদামে আগুন
পরবর্তী নিবন্ধবিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত, কড়া প্রতিবাদ বিজিবির