শিক্ষকদের ওপর নির্যাতন বন্ধের দাবি

শিক্ষক সমিতির সভা

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর অন্যায়ভাবে নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। গত শুক্রবার চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম এ ছফা চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান। বক্তব্য দেন, আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সহ সভাপতি আব্দুচ ছাত্তার মজুমদার, নির্বাহী সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর শাখার সভাপতি মো. মাহফুজুল ইসলাম, সচিব মো. নিজাম উদ্দিন, দীন মোহাম্মদ, মো. নাসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, আলী আহমদ, মো. শরিফুল ইসলাম, মো. সাইফুল আলম, মো. ফজলুল করিম, জাফর ইকবাল, সাদেকুর রহমান, এস এম আক্কাস উদ্দিন, মো. শহীদুল ইসলাম, মো. জানে আলম। বক্তারা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে একশ্রেণির উশৃঙ্খল ও স্বার্থান্বেষী মহল বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রধান শিক্ষকসহ যে কোনো শিক্ষককে বিধি বহির্ভূতভাবে নাজেহাল করাসহ পদত্যাগে বাধ্য করছে। যা সম্পূর্ণ নিন্দনীয় ও গর্হিত কাজ। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সকল শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। বক্তারা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ৩ শূন্যের বিশ্ব গড়ে তোলা সম্ভব
পরবর্তী নিবন্ধবন্যাকবলিত মানুষের পাশে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট