শিক্ষকতা একটি মহান আদর্শ পেশা

সাতকানিয়ায় শিক্ষক দিবসের সভায় এম এ মোতালেব

| শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ছাড়া উন্নত সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাঁদের শিক্ষার আলো যেমনি শিক্ষার্থীদের সামনের পথচলাকে সুদৃঢ় করে, তেমনি তাদের স্নেহ, মমতা, ভালোবাসা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান আবু সালেহ, নাসির উদ্দীন টিপু, সাইফুল ইসলাম সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকুমিরা-গুপ্তছড়া নৌপথে যেভাবে চলছে পারাপার