শিক্ষকই পারেন শিক্ষার্থীর ভিত্তি গড়তে : সুজন

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশদে আলম সুজন বলেন, শিক্ষক সমাজের ভূমিকা হলো বাগানের মালির মতো। মালির পরিচর্যায় যেমন বাগানে ফুল ফুটে, তেমনি একজন শিক্ষকই পারেন শিক্ষার্থীর ভিত্তি গড়ে তুলতে। পেট্রোল ছাড়া যেমন গাড়ি, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষার্থী অচল। তাই শিক্ষক সমাজকে বলা হয় মানুষ গড়ার কারিগর। তিনি গতকাল শনিবার কৃষ্ণ কুমারী ও অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, অপর্ণাচরন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল,সহকারী শিক্ষক পলি রানী শীল, দীপন কান্তি চৌধুরী, শাহিদা বেগম বক্তব্য রাখেন।
এতে দুই প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ তাদের প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক এখনো এমপিওভূক্ত হননি তাদের এমপিওভুক্ত ও শ্রেণি কক্ষের স্বল্পতা নিরসনে নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন। এসময় প্রশাসক শিক্ষকদের সমস্যা সমাধানে শতভাগ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। তিনি শিক্ষকদের স্বাধীন ও নির্মোহভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কোন কাজে আমি অযাচিতভাবে হস্তক্ষেপ করবো না। তবে দুর্নীতি করলে ছাড় নেই। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধস্মৃতির পাতায় ভর করে শৈশবকে স্মরণ
পরবর্তী নিবন্ধরোটারী ফাউন্ডেশনে কোটি টাকা অনুদান ৯০ রোটারিয়ানের