‘শিকার’ নামের নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। সিনেমাটির প্রস্তুতিপর্ব শেষ করে, শিগগিরই দৃশ্যধারণে যাচ্ছে সিনেমা টিম। সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় অপু বিশ্বাসের যুক্ত হওয়ার খবর দিয়ে নির্মাতা এক বিজ্ঞপ্তিতে বলেন, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী মিশনে নামছি আমরা। ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ হবে নেপালে। খবর বিডিনিউজের।
আগামী মার্চ মাসে পুরো ইউনিট নিয়ে নেপালে যাচ্ছেন রোমান। সেখানেই সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। নির্মাতার প্রশংসা করে অপু বলেন, কামরুজ্জামান রোমান একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের সুঙ্েগ জুটি বাঁধবেন অভিনেতা পলাশ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেকে।












