যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি নাইট ক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে ছোড়া গুলিতে অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
বুধবার রাতে আর্টিস লাউঞ্জ নাইট ক্লাবের বাইরে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গুলি চালানোর পরপরই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এখনও হামলাকারীদের খুঁজছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আর্টিস লাউঞ্জে সে সময় র্যাপার মেলো বাকজের অ্যালবাম রিলিজের অনুষ্ঠান চলছিল। তার মধ্যেই ক্লাবটি থেকে বের হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।